ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও)

শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার লক্ষ্যে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভাটি শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার, গভর্নিং বডির সদস্য মামুন কবির, এটিএম মাসুদ, জানে আলম, মিজান পাঠান, ইয়াকুব হাওলাদার, রিক্তা আক্তার, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় বর্মন, সাহিদা আক্তার।
আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান লিয়াকৎ, শহিদুল ইসলাম খান একুল, বিশিষ্ট ব্যবসায়ী তানভির ইসলাম খান, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দিন বাবুল, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মাস্টার, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান সবুজ, শ্রীনগর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, বিকল্প যুবধারার শ্রীনগর উপজেলা শাখার আহ্বায়ক আলমগীর কবির,বিকল্প যুবধারার কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুল ইসলাম শেখ ড্যানিশ, সাবেক সহ-সভাপতি শ্রীনগর উপজেলা ছাত্রলীগ সুজন সিকদার, ভাগ্যকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পারভেজ কবির, ভাগ্যকুল,ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা স্বপন সারেং,ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল সোহাগ, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম লিপু,যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু, মনিরুজ্জামান হৃদয়, আজিজুল আকন চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আনোয়ার, সিরাজুল ইসলাম জনি,ওয়ার্ড যুবলীগ নেতা তুষার আহমেদ কুতুব, ছাত্রলীগ নেতা শাওন ,আসিফ সহ আরো অনেক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজিব রহমান ও জি এম খালিদ।