ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে শোক দিবসে আলোচনা সভা ও দোয়ার আয়োজন

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৪ PM, ১৫ অগাস্ট ২০২০

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি মাকসুদ আলম ডাবলু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম।

এতে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ,শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র দাতা সদস্য মামুন কবির,অভিভাবক সদস্য এটিএম মাসুদ,অভিভাবক সদস্য মিজানুর রহমান,বিদ্যোৎসাহী সদস্য জানে আলম,ইউপি সদস্য পারভেজ কবির,যুবলীগ নেতা জিএম খালিদ,যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম লাভলু,যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু,আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম,ইউপি সদস্য আ: সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার,সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো: মাসুদ মোল্লা।

আপনার মতামত লিখুন :