ভাগ্যকুল পাঠাগারের প্রকাশনা প্রকর্ষের মোড়ক ও পাঠ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ PM, ০৫ এপ্রিল ২০২১

শ্রীনগরে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের মুখপত্র প্রকর্ষের প্রথম সংখ্যার মোড়ক ও পাঠ উন্মোচন করা হয়েছে।রবিবার বিকেল চারটায় উপজেলার ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি এড মেহেদী হাসান শাহবাৎ, সহ সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা বাঁধন, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম উজ্জ্বল, পাঠাগার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সদস্য সান্দ্র মোহন্ত, ইকবাল হুসেন, শুভ্র সরকার, নাজমুল হক কাজল, মিঠুন দাস প্রমুখ সদস্যবৃন্দ। প্রথম সংখ্যাটি সম্পাদনা করেন মুস্তাফিজুর রহমান খান জিতু। ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজী আল আলীর কার্টুন অবলম্বনে প্রচ্ছদ করেন মোহাম্মদ আলীম। এ সংখ্যায় পাঠাগারের আলোচনা অনুষ্ঠান ‘কথা আঙিনা’ এর আলোচক প্রখ্যাত অনুবাদক ও প্রাবন্ধিক জাভেদ হুসেন এর লেখাসহ পাঠাগারের সদস্যদের লেখা প্রকাশিত হয়।

আপনার মতামত লিখুন :