ভাগ্যকুলে র্যাবের অভিযানে ৯০০পিছ ইয়াবাসহ জহির, রুকু গ্রেফতার

শ্রীনগরে র্যাবের অভিযানে জহির মোল্লা (২৫) ও রুকু শেখ (২৫) নামে দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌণে ৪ টার দিকে উপজেলার ভাগ্যকুল বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ উদ্ধার করা হয়েছে।
মাদক কারবারি জহির মোল্লা ভাগ্যকুল এলাকার সারেং পাড়ার মৃত আমির মোল্লার ছেলে ও রুকু শেখ একই এলাকার শাহজাহান শেখের ছেলে।
র্যাব এক বার্তায় জানায়, র্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলমের নের্তৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল বাজার এলাকার মেসার্স শিফা মেডিশিন সেন্টারের সামনে থেকে জহির মোল্লা ও রুকু শেখকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।