ভাগ্যকুলে মেম্বার প্রার্থী হিসাবে সকলের দোয়া চান সেলিম মৃধা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০০ AM, ২০ অক্টোবর ২০২০

শ্রীনগরে আসন্ন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে সেলিম মৃধা ৮নং ওয়ার্ডের সকল স্তরের জনগণের সহযোগীতা ও দোয়া প্রত্যাশা করেন।

সেলিম মৃধা রাজধানী ঢাকার পাটুয়াটুলি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা কটনমিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন।

ইতিপূর্বে তিনি ভাগ্যকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যেয়ে মেম্বার প্রার্থী হিসাবে সমর্থন ও দোয়া চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছে।

সেলিম মৃধা জানান, এলাকার জনগণ চাইলে মেম্বার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান। ভোটে নির্বাচিত হলে সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ও মাদক নির্মূলে কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন :