ভাগ্যকুলে মাঠ দিবস পালিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন সম্প্রসারণের নিমিত্তে বাস্তবায়িত পেঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়া খেলার মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীনগরের আয়োজনে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানীর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য পারভেজ কবির, শাহ্ আলম সারেং, রতন শাহা, মোশাররফ বেপারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীনগরের কর্মকর্তারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।