ভাগ্যকুলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সচিব তোফাজ্জল হোসেন মিয়া (ভিডিও)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্যা কবলিত এলাকার বেরি বাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া।সোমবার বিকালে উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার পদ্মা নদীর তীরবর্তী এলাকার বেরি বাঁধ পরিদর্শন ও ভাগ্যকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এছাড়াও তিনি ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের বাঘড়া, আল-আমিন বাজার, জুশুরগাঁও, কয়কীর্ত্তণসহ বন্যায় প্লাবিত সড়কটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার,মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূইয়াসহ আরো অনেকে।