ভাগ্যকুলে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদ আছর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।দোয়া ও আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সচিব হামিদুল ইসলাম,ভাগ্যকুল ইউনিয়নের ইউপি সদস্য সামাদ মেম্বার, ইউপি সদস্য রতন শাহ্,ইউপি সদস্য মোশাররফ হোসেন,ইউপি সদস্য পারভেজ কবির,মহিলা সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া আহাম্মেদ,আনোয়ার আলি মৃধা,ছালাম ব্যাপারী,রফিকুল হক,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী সারোয়ার খান,কাজী মিলন,দিপু,ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুজ্জামান খান,ছাত্রনেতা সজিব মৃধা,কাজী সাকিব,ইদিয়ামিন।
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন আলতাফ হোসেন ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পাঠ করেন হাফেজ মুরাদ হোসেন।