ভাগ্যকুলে পদ্মা নদীর তীরবর্তী বেরি বাঁধটি হুমকির মুখে

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ PM, ০২ জুন ২০২১

শ্রীনগর উপজেলার বালাশুর-মাওয়া সড়কের ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী বেরি বাঁধটি হুমকির মুখে। সামান্য বৃষ্টিতে ভেঙ্গে গেছে বাধটি।বন্যা শুরুর আগেই বাধটি মেরামতের উদ্যোগ গ্রহণ না করলে রাস্তাটি ভেঙ্গে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

সরজমিনে ভাগ্যকুল এলাকার বাঁধ পরিদর্শনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতে বেরি বাঁধটির বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।এভাবে গর্ত হতে থাকলে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।বর্ষার মৌসুমে শক্তিশালী বাঁধ না থাকলে তা ভেঙ্গে গিয়ে বন্যার পানিতে প্লাবিত হতে পারে ভাগ্যকুল সহ অনেক এলাকা।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মুন্সী জামান, প্রতিবছর বর্ষার মৌসুমে এখানে ভাঙ্গনের সৃষ্টি হয় আবার মেরামত ও করা হয়।যদি বর্ষা মৌসুম শুরুর আগে ব্লক দিয়ে শক্তিশালী করে বাঁধ টি নির্মাণ করা হতো তাহলে খুব ভালো হতো।প্রতি বছর এ ধরনের কাজ করা লাগতো না।সরকারের ও এতো টাকা খরচ হতো না।

স্থানীয় ইউপি সদস্য নাজিম সরদার জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ঠিকি।কিন্তু বর্ষার আগে শক্তিশালী বেরি বাধঁটি নির্মাণ করা হলে এলাকাবাসীর ভোগান্তি কম হতো।

এ বিষয়ে জানতে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর মোবাইল ফোনে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলে তার মোবাইল ফোন টি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রশিক্ষণ ইনস্টিটিউট ভাগ্যকুল, শ্রীনগর শাখার ঊর্ধ্বতন হিসাব সহকারী সাজ্জাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের এখানে সুধু ট্রেনিং করানো হয়।বাধ মেরামতের বিষয় তারা কিছু বলতে পারছেন না।

আপনার মতামত লিখুন :