ভাগ্যকুলে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে যুবলীগের আলোচনা সভা

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ PM, ০৬ নভেম্বর ২০২১

আসন্ন শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য কাজী ইকবাল হোসেন পিউল।

যুবলীগ নেতা আলতাফ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সামসুদ্দিন বাবুল,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল গফুর, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মামুন কবির, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু, শ্রীনগর উপজেলা যুবলীগের সাবেক সদস্য জিএম খালিদ, শ্রীনগর উপজেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু প্রমুখ।

আপনার মতামত লিখুন :