ভাগ্যকুলে নৌকার প্রার্থী শাহাদাৎ কাজীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালেক উকিলের বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য কাজী ইকবাল হোসেন পিউল
আব্দুল রব বেপারীর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন কবির, নুরু মাদবর,মালেক ফকির, সালাম বেপারি,মানিক মৃধা, আবির, শাওন, আলতাফ হোসেন, নুরুজ্জামান খান, রফিকুল ইসলাম, কাজী সাকিব, রিপন কাজী, মিলন কাজীসহ আরও অনেকে।
নির্বাচনী সভায় বক্তারা আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে আসন্ন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে একতাবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।