ভাগ্যকুলে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে বানানো ৬টি রামদা উদ্ধার, মেম্বার প্রার্থীর দুই কর্মীসহ আটক-৩

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল থেকে ৬টি রামদা উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত গভীর রাতে ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা থেকে এসব রামদা উদ্ধার করা হয়। এঘটনায় নান্নু , আল আমিন রহিম ও বিশু নামে এক কামারকে আটক করে শ্রীনগর থানা পুলিশ। এরমধ্যে নান্নু মৃধা ও আল আমিন রহিম ভাগ্যকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেলিম মৃধার সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে সংহিংসতার জন্য নতুন বাজারের এক কামারের কাছে এসব রাম দা তৈরী অর্ডার দেয় তারা। শ্রীনগর থানা পুলিশ খবর পেয়ে রাত দুইটার দিকে মান্দ্রা থেকে নান্নু মৃধাকে ও বালাশুর থেকে আল আমিন রহিমকে আটক করে।এ সময় নান্নুর বাড়ি থেকে ৬টি ধারালো রামদা উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যার দিকে নতুন বাজার এলাকা থেকে বিশু কামারকে পুলিশ আটক করেন।
এ বিষয়ে জানতে মেম্বার প্রার্থী সেলিম মৃধার সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতার জন্য প্রায় ২০টি রামদা তৈরী করা হয়েছে। তাদেরকে জিগ্যাসাবাদ করা হচ্ছে। সেগুলোও উদ্ধারের চেষ্টা চলছে।