ভাগ্যকুলে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে হাসি খুশি সংঘ চ্যাম্পিয়ন

শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে হাসি খুশি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।শুক্রবার রাত ৮টায় উপজেলার ভাগ্যকুলে, ভাগ্যকুল একতা সংঘের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে ভাগ্যকুল স্পোর্টস ক্লাব কে ১ উইকেটে পরাজিত করে হাসি খুশি সংঘ।ভাগ্যকুলের ভাগ্যকুল একতা সংঘ এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
মুন্সীগঞ্জ দায়রাজজ আদালতের এডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য গোলাম পারভেজ দিদার।
এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য সাইফুল ইসলাম টিপু,ভাগ্যকুল স্পোর্টস ক্লাবের সভাপতি এসএম জুবায়ের,শিক্ষক মোঃ আবুসাঈদ তালুকদার,ফুল পাখি নদি সামাজিক সংগঠনের দেলোয়ার,যুবলীগ নেতা শেখ মোঃ হুমায়ুন কবির (অপু), ভাগ্যকুল একতা সংঘের রুবেল আহাম্মেদ নিলসহ আরো অনেকে।