ভাগ্যকুলে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ কামাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ।
এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আবুল তালুকদার, সাহালম সারেং, নুরু মাদবর,মালেক ফকির,টিটু ফকির,তাজুল ইসলাম তালুকদার, কাজী মিলন,রতন দাস,ভাগ্যকুল ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী তানিব ও সাধরন সম্পাদক শান্তি দাস,ভাগ্যকুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরুজ্জামান খান,৫নং ওয়ার্ড যুবলীগ সাধরন সম্পাদক সালাম মোল্লা,রফিকুল ইসলাম শেখ,ইদি আমিন,কাজী সাকিব,হৃদয় মোল্লা প্রমুখ।সভাটির সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন।