ভাগ্যকুলে আলেমন নেছা প্রিপারেটরী স্কুলে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৪ PM, ১৭ ডিসেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়।

কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে ৭ম শ্রেণির তামিম হোসেন, দ্বিতীয় হয়েছে ৬ষ্ঠ শ্রেণির এনজে সুভাত ও তৃতীয় হয়েছে ৮ম শ্রেণির তানহা। অপরদিকে প্রাথমিক শাখায় চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম হয়েছে ৪র্থ শ্রেণির সিনথিয়া, দ্বিতীয় ৩য় শ্রেণির রাবেয়া ও তৃতীয় হয়েছে ৪র্থ শ্রেণির মাহিয়া।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল মো. ইউসুফ রানা। এসময় বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র‌্যালি বের করা হয়।

আপনার মতামত লিখুন :