বৌলতলী ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের মাঝে মাক্স বিতরণ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩১ PM, ৩০ সেপ্টেম্বর ২০২০

করনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনো কাটেনি।তবে আগের তুলনায় আতঙ্কিত ভাব মানুষের মাঝে নেই বললেই চলে ‌। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।তাই মানুষের মাঝে জন সচেতনতা বৃদ্ধি ও মাক্স ব্যবহারের উদ্বুদ্ধকরণের কারণে লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অত্র ইউনিয়নের জনগণ বিভিন্ন সেবা নিতে আসা মানুষের মাঝে সচেতনতা লিফলেট ও মাক্স বিতরণ করা হয়।

মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম। বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা খাতুন, ইউপি সদস্য শফিকুর রশিদ চৌধুরি পলাশ , মোঃ ইউসুফ ফরাজী,মোঃ বাদল মৃধা , হযরত আলী মির্জা ,মহিলা মেম্বার সেলিনা আক্তার প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার বলেন, “যেই পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে সেই পর্যন্ত এই ইউনিয়নে সেবা নিতে আসা মানুষের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :