বৌলতলী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন।। সভাপতি তুষার, সম্পাদক জাকির

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪০ PM, ০৫ ডিসেম্বর ২০২০

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় পয়শা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি তাওহীদুর রহমান তুষার ও সাধারণ সম্পাদক জাকির ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন ইমন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. অনয় হাসান বেপারী।

সম্মেলন কমিটির আহ্বায়ক প্রশান্ত কুমার সেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি
আসাদুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি , উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল,বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার, পয়সা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল কাশেম খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ফয়সাল শিকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এম, আহমেদ বেপারী, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আওলাদ হোসেন,বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, যুবলীগ নেতা মোঃ মজনু মির্জা, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।

সম্মেলন শুরুতে করণা ভাইরাসে আক্রান্ত মুন্সিগঞ্জ -২ (লৌহজং- টঙ্গীবাড়ী) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :