বে-সরকারি কর্মচারীদের বেতন-ভাতা রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কলেজে কর্মরত (বে-সরকারি) কর্মচারীদের চাকুরীর বেতন-ভাতা রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রোববার বিকেল ৩ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে (বে-সরকারি কর্মচারী বৃন্দের) ব্যনারে এ মানববন্ধন হয়। এতে সরকারি মহিলা কলেজের বে-সরকারি কর্মচারীরা অংশগ্রহন করেন। এ সময় বে-সরকারি ৩৫ থেকে ৪০ জন কর্মচারী মানববন্ধনে পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করেন।
এতে সভাপতিত্বে করেন – জেলা বে-সরকারি কর্মচারী ফোরামের সভাপতি মো. মনির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন -জেলা বে-সরকারি কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মো. আসাদ, সরকারি হরগঙ্গা কলেজ বে-সরকারি কর্মচারী ফোরামের সভাপতি নুপুর চন্দ্র দাস, সরকারি হরগঙ্গা কলেজের বে-সরকারি কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মো. ইমরান খান স্বপন, সরকারি মহিলা কলেজের বে-সরকারি কর্মচারী মো. জাহের আলী প্রমূখ।
বক্তব্যে তারা ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হলো – (১) সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বে-সরকারি কর্মচারীদের কে নিয়োগের তারিফ হতে চাকুরী সরকারি করণ করতে হবে।(২) চাকুরী সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদের বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেয়ার ব্যবস্হা করতে হবে। (৩) চলমান কর্মচারীর চাকুরী সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে। (৪) নতুন পদ সৃষ্টি করে আমাদের স্ব-স্ব পদে নিয়োগ দিতে হবে। (৫) কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্দ্ধসীমা করা যাবেনা।