বিক্রমপুরে স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় চাই শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

গতকাল, ৫ আগষ্ট ২০২১ইং সন্ধ্যায়, স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আয়োজনে;
রিতা দাসের উপস্থাপনায়, “বিক্রমপুরে জে.সি বোস বিশ্ববিদ্যালয় চাই” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী অধ্যাপক, এ.আই.ইউ.বি, এবং জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রেস, মিডিয়া ও পাবলিক কমিউনিকেশনস সমন্বয়ক, হামিদুল ইসলাম হামিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত সভায় অংশগ্রহণ করেন; মোঃ খোরশেদ আলম চৌধুরি, প্রেসিডেন্ট, জে.সি বোস ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন, এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য, জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ; মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং উপদেষ্টামন্ডলীর সদস্য, জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ; আরিফ হোসেন টিপু, সাধারন সম্পাদক, শ্রীনগর প্রেস ক্লাব, এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য, জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ; প্রয়াত হুমায়ুন আজাদ স্যারের কন্যা মৌলী আজাদ, উপ-পরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ; এবং মোঃ শাহাদাত হোসেন আকাশ, সাবেক সভাপতি, প্রমায়ণ স্টুডেন্টস’ ফোরাম, এবং সমন্বয়ক, সাংগঠনিক কার্যক্রম, জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ।
আলোচকগণ বিক্রমপুরে জে.সি. বোস বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা, ২০১৮ ইং সাল থেকে অদ্যাবধি বাস্তবায়ন পরিষদের ধারাবাহিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ করনীয়, এবং আগামীতে বিক্রমপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে, একটি চলমান সিরিজ আলোচনা অনুষ্ঠান করার বিষয়ে তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন।
বক্তারা সকলেই একটি বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন যে; জগৎ বিখ্যাত বিজ্ঞানী, স্যার জগদীশচন্দ্র বসু স্মৃতিবিজড়িত এলাকায়, উনার নামে সম্পূর্ণ স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, যেটি বিক্রমপুরসহ সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি অনন্য মাইল ফলক হিসেবে কাজ করবে।