বিকল্প চায়না চ্যানেল দিয়ে শুরু হল শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরী চলাচল

শহীদ শেখ (পাখি)
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৯ PM, ১৯ সেপ্টেম্বর ২০২০

দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ বলে পরিচিত শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে শনিবার সকাল থেকে বিকল্প চায়না চ্যানেল দিয়ে আবারো ফেরী চলাচল শুরু হয়েছে। এর ফলে দীর্ঘ দিন ধরে ঘাটে আটকে থাকা যানবাহনগুলো ফেরী পারাপার হতে সক্ষম হয়েছে।এদিকে ফেরী চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকা যানবাহন শুন্য হয়ে পড়েছে।বিআইডব্লিউটিসি সূূত্রে জানাযায় নব্যতা সংকটের কারনে টানা ৮ দিন এ নৌ-রুটে ফেরী চলাচল বন্ধ ছিলো । মাঝে দুএকদিন দু একটি ফেরী চলাচল করলেও তা আবার বন্ধ হয়ে যায়।

আবশেষে শনিবার সকাল সারে ৬ টায় টেটাইপ ফেরী ক্যামিলিয়া,কিশোরী,কাকলী ও ফরিদপুর ফেরীগুলো অল্প যানবহনসহ শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ী ঘাটে পৌছায় এবং কাঠালবাড়ী ঘাট থেকেও এ ফেরীগুলে সফলতার সাথেই শিমুলিয়া ঘাটে আসে।তবে রাতের বেলায় বন্ধ রাখা হবে এ নৌ-রুটে ফেরী চলাচল।এদিকে নতুন চায়না চ্যানেল দিয়ে রোরো ও ঠেলা ফেরীগুলো চলানো এখনো সম্ভবন হয়নি।বর্তমানে কেটাইপ ও ছোটসহ মোট ৫ টি ফেরী চলাচল করছে এ নৌ-রুটে।অপর দিকে লঞ্চ ও সি-বোট চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :