বাঘড়ায় টেলিফোন প্রতীকের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৭ AM, ০৮ নভেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেলিফোন প্রতীকের প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের কাদিরের দোকানে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিল। এ সময় তরুণ প্রার্থী তানজিল উপস্থিত এলাকাবাসীর কাছে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট চান।

শেখ মো. মমিনের সভাপতিত্বে ও মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়নাল তালুকদার, ফিরোজ বেপারী, হাফেজ মজিবর, শেখ হামিদুর রহমান, আব্দুল তাছের, লিটন বেপারী, আলেক দেওয়ান, জয়নাল মিস্ত্রী, ফজল মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের কন্যা তাহমিনা সুলতানা ডেইজি, জামাতা মুক্তার হোসেন, বাঘড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আইয়ুব আলীর কন্যা সাবিহা সুলতানা সুইটি, সানজিদা আক্তার ও বাঘড়া ইউপি সাবেক চেয়ারম্যান স্বরূপ আলী চেয়ারম্যানে স্ত্রী আয়শা বেগম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালামসহ মনির হোসেন বেপারী প্রমুখ। বৈঠক শুরুর আগে কুরআন তেলয়াত করেন মো. মান্নান বেপারী।

আপনার মতামত লিখুন :