বাঘড়ায় চেয়ারম্যান প্রার্থী তানজিলের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২০ PM, ০৫ নভেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু আল নাসের তানজিলের নির্বাচন প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালুর চকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী আবু আল নাসের তানজিল। এ সময় তরুণ প্রার্থী তানজিল উপস্থিত এলাকাবাসীর কাছে টেলিফোন প্রতীকে ভোট কামনা করেন।

বাঘড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান অপু মিয়ার সভাপতিত্বে সভাপতিত্বে ও মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন শেখ আব্দুল মজিদ, ফজল ভূইয়া, নিজাম সিকদার, শেখ মহসিন, আদু বেপারী, আব্দুল খালেক মৃধা, মোয়াজ্জোম, শেখ শহিদুল, ফারুক মহিন, নুর ইসলাম, মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম স্বরূপ আলীর স্ত্রী আয়শা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আইয়ুব আলীর কন্যা সানজিদা আক্তারসহ রফিক হাজী, আল আফজাল হাজী, জলিল বেপারী, মনির হোসেন, মকবুল ফকির, ইউপি সদস্য আব্দুল সালাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :