বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতেই তাকে সপরিবারে হত্যা- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি

আবু সাঈদ দেওয়ান সৌরভ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০০ PM, ১৬ অগাস্ট ২০২০

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তি ও সবুজ বিপ্লবের ডাক দিলেন তখনই ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে হত্যা করে। পরাজয়ের গøানি মোচনের জন্য মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সপরিবারে হত্যার কারণ ছিল বঙ্গবন্ধুর পরিবারের নেতৃত্বে যেন স্বাধীনতার মূল্যবোধ ও শক্তি এ দেশে আর ঘুরে দাড়াতে না পারে।গতকাল ১৫ই আগস্ট শনিবার সকালে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আপনার মতামত লিখুন :