ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২২ PM, ১৭ ডিসেম্বর ২০২০

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে নানান ঘাত- প্রতিঘাতের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতা এর ফলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উৎপত্তি হয়। মহান মুক্তিযোদ্ধে জীবন দানকারী শহীদদের রুহের মাখফেরাত এবং মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ বীরদের জন্য বিশেষ দোয়া, প্রতিবন্ধী চারজনকে হুইলচেয়ার ও কম্বল, শ্রীনগর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, দুস্থ মানবতাকে মাস্ক এবং কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল বাকী, এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ ইমরান, উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু,আদিলুর রহমান,জসিম শেখ, প্রস্তাবিত সাধারণ সম্পাদক রিমন হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম বুলেট, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, ওবাইদুর রহমান জিকু, রাসেল, প্রিন্স, মাসুদ, তানভীর ইসলাম রাফি, মিলন মোল্লা, সিজান, তাসিম মোল্লা, জামাই জামাল প্রমূখ।উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে সভার সমাপ্ত করা হয়।

আপনার মতামত লিখুন :