ফ্রান্সে নবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪১ PM, ৩১ অক্টোবর ২০২০

মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিরাজদিখান আইম্মায়ে মাছাজিদ ও উলামায়ে কেরামের উদ্যোগে আহ্বায়ক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সিরাজদিখান বালুর মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়ে।
হযরত মাওলানা মিজান এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির সভাপতিত্ব করেন হযরত মাওলানা শরিফ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি আক্তার হোসেন মেম্বার, শাহিন হোসেন,মাওলানা নূর আলম সহ তাওহীদী জনতা।

বক্তারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহবান জানান। তারা বলেন,আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বে মুসলমানের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স জানে না মুহাম্মদ সা. আমাদের হৃদয়ের স্পন্দন। নবী সা. এর জন্য জীবন দিতে মুসলমানরা কুন্ঠাবোদ করেনা।

তারা আরোও বলেন, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে। সমাবেশে বক্তারা আরো বলেন, বিশ্বের মধ্যে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি রয়েছে, অতএব আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কে ফ্রান্সের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের সাথে কৃত বাণিজ্যিক চুক্তিগুলো প্রত্যাহার করতে হবে। যতোদিন পর্যন্ত ফ্রান্স সরকার তাদের নিজেদের কৃতকর্মের জন্য বিশ্ববাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইবে, ততোদিন পর্যন্ত রাজপথে থেকে ইসলামী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তৌহিদী জনতা।

আপনার মতামত লিখুন :