ফলোআপ : লৌহজংয়ে নওপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ড, অনুসন্ধানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা নিয়ে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্টরা বলছে অনিয়ম দুর্নীতি ধামাচাপা দিতে মূল কাগজ পত্রে আগুন লাগানো হয়েছে।
তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবি স্থানীয় অভিভাবক ও সচেতনমহলের।
গত ২৬ সেপ্টেম্বর শনিবার রাত ১১ টার সময় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের পেছন দিকে থাকা জানালাটি ইট দিয়ে ভেঙ্গে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এতে রুমে থাকা প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের দুর্নীতি প্রসংগত উল্লেখ করে এলাকবাসীর পক্ষে উক্ত বিদ্যালয়ের ৪ বারের নির্বাচিত অভিভাবক সদস্য মো.আওলাদ হোসেন স্বাক্ষরিত ০৩/০৩/২০২০ তারিখে বরাবর.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ও মাননীয় সচীব মহোদয় শিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় আব্দুল গণি রোড,সেগুনবাগিচা,ঢাকা। মাননীয় চেয়ারম্যান,দূর্নীতি দমন কমিশন,সেগুনবাগিচা,ঢাকা। জেলা প্রশাসক,মুন্সীগঞ্জ।জেলা শিক্ষা অফিসার,(উচ্চ মাধ্যমিক)মুন্সীগঞ্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা,লৌহজং থানা। উপজেলা শিক্ষা অফিসার (উচ্চ মাধ্যমিক) লৌহজং,মুন্সীগঞ্জ। এর কাছে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুসলেম খান(মন্টু)র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ থেকে জানায়ায়, ২০১০ সালের পরথেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতনের টাকা থেকে অতিরিক্ত টাকা আদায় করে,শিক্ষক নিয়োগে ঘুস বানিজ্য,বিদ্যালয়ের কাজের অর্থ হইতে চেকের মাধ্যমে বিদ্যালয়ের সদস্যদের টাকা ধার দেয়া,বিদ্যালয়র জমি নামজারির নামে অতিরিক্ত টাকা খরচ দেখানো,বিদ্যালয় সংলগ্ন বিদ্যুতের খুঁটি সরানোর নামে টাকা আত্মসাত,উপ বৃত্তির টাকা আত্মসাত,বিভিন্ন ভুয়া ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের ফান্ডের টাকা আত্মসাত,সভাপতি ছেলের বিবাহের জন্য বিদ্যালয় ফান্ড থেকে চেকের মাধ্যমে টাকা গ্রহন,শিক্ষকদের এম.পিও ভূক্তির জন্য নামে টাকা আত্মসাত,বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে জোর পূর্বক বিদ্যালয়ের গেটে দোকান বসিয়ে অবৈধ ভাবে লাভবান হওয়া,বিদ্যালয়ের রেজুলেশন ছাড়া বিদ্যালয়ের নানান প্রয়োজন দেখিয়ে সামগ্রী কেনাকাটায় দুর্নিতী সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নানান প্রকার দুর্নীতি তথ্য পাওয়া যায়।
২১/০৩/২০২০ তারিখে লৌহজংয়ের নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনাম জাতীয় দৈনিক সমকাল, দৈনিক নব অভিযান,দৈনিক স্বাধীন বাংলাদেশ সহ স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকায় শীর্ষ সংবাদ প্রকাশিত হয়।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি কারনে আমলে না আশায় উক্ত বিদ্যালয়ের সদস্য মো.আওলাদ হোসেন পুনরায়,বরাবর,জেলা শিক্ষা অফিসার(উচ্চ মাধ্যমিক)মুন্সীগঞ্জ।উপজেলা নির্বাহী কর্মকর্তা লৌহজং মুন্সীগঞ্জ। উপজেলা শিক্ষা অফিসার(উচ্চ মাধ্যমিক) লৌহজং,মুন্সীগঞ্জ। লিখিত অভিযোগ করেন। উক্ত বিষয়টি জেলা শিক্ষা অফিসার আমলে নিয়ে ২৫/০৮/২০২০ইং বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিস বরাবর স্মারকলিপি পাঠায় যার নং ৩১০। যা চলিত সপ্তাহে তদন্তে আশার কথা,এর পরে বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ড বিষয়টি সন্দেহজনক বলে মনে করছে সংশ্লিষ্টরা।