পার্থক্য ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জের দুস্থ্য ও তৃতীয় লিঙ্গের লোকের মাঝে সামাজিক সংগঠন “পার্থক্য ফাউন্ডেশন” ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। পার্থক্য ফাউন্ডেশন শহরের একঝাঁক তরুণ ছাত্র এ সংগঠনটি পরিচালনা করেন। তারা সবসময়ই অসহায়, দুস্থ্য ও সমাজের অবহেলিত মানুষ পাশে থাকেন। আজ (১২ মে) বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকা হতে ঈদ উপহার বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন – মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, নারীনেত্রী হামিদা খাতুন, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান বাবু ও পার্থক্য ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
এ বছর পবিত্র ঈদ-উল- ফিতরের প্রজেক্ট- আস্হা মাধ্যমে ১২ জন তৃতীয় লিঙ্গের লোকসহ ২৫০ জনকে ঈদ উপহার বিতরণ করে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ৮ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি, লবন ১ কেজি, সেমাই ১ প্যাকেট, গুড়ো দুধ ৫০০ গ্রাম ও ১ টি মুরগি।
সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম মেহতাব বলেন, সমাজে প্রতিটি মানুষই বৈষম্যের শিকার। এই বৈষম্য কাটাতে হাতে হাত রেখে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করার মুল উদ্দেশ্যই হলো পার্থক্য ফাউন্ডেশন মূল লক্ষ্য।
আরও বলেন, করোনাকালীন সময় ও রমজান উপলক্ষ্যে অসহায় মানুষদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের পাশেও দাঁড়িয়েছে পার্থক্য ফাউন্ডেশন। পার্থক্যের মধ্যে পার্থক্যকে ছাড়িয়ে মানুষ এর মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যই এগিয়ে চলছে এই ফাউন্ডেশনটি।