পাটাভোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প বন্ধের অভিযোগ

শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হাছেন শেখের আনারস প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ পাটাভোগে নৌকার সমর্থদের বিরুদ্ধে আনারসের ক্যাম্পটি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠে। তবে কোন হামলার ঘটনা শুনতে পাওয়া যায়নি।
আনারস প্রতীকের প্রার্থী মো. হাছেন শেখ জানান, আমার সমর্থকরা জানিয়েছেন নৌকার সমর্থকরা হঠাৎ করে এসে ক্যাম্পের ভিতর থেকে সবাইকে বের করে ক্যাম্পটি বন্ধ করে দেয়। তাৎক্ষনিক আমি নির্বাচন অফিসারকে বিষয়টি অবহিত করেছি।
নৌকার প্রাথী মুন খানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এমন কোন ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।