পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ১৬কেজি গাঁজা ও ২শত পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা থেকে রাকিবুল ইসলাম সুমন (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১০’র সদস্যরা।বৃহস্পতিবার বিকালে থানার মেদেনী মন্ডল এলাকার কান্দিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা, ২শত পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ও ওজন পরিমাপ করার যন্ত্র উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।রাকিবুল ইসলাম সুমন শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মাগঢাল এলাকার বাসিন্দা ও ওই এলাকার মৃত মোস্তফা ঢালীর পুত্র।
শুক্রবার বেলা ১২টায় র্যাব-১০’র প্রেরিত এক বার্তা থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনী মন্ডল এলাকার কান্দিপাড়া থেকে মাদক কারবারি রাকিবুল ইসলাম সুমনকে আটক করা হয়।এ সময় তল্লাসী করে তার কাছ থেকে গাঁজা, ইয়াবা, মোবাইলসহ ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়।মাদক কারবারির বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।