পদ্মায় মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞার ৫ম দিনে ১১৭ জেলে আটক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মায় লৌহজং অংশে নিষেধাজ্ঞা থাকার পরও পদ্মা নদীতে জাল ফেলে মা ইলিশ ধরায় ১১৭ জেলেকে আটক করেছে এবং সাথে বিপুল পরিমান কারেন্ট জালও আটক করা হয়েছে। লৌহজল উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো.আসাদুজ্জামান আসাদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে মা ইলিশ নিধন করায় নিষেধাজ্ঞার ৫ম দিন ১৮/১০/২০ খ্রীঃ আমরা অভিযান পরিচালনা করে ১১৭ জন জেলেকে আটক করি। বাংলাদেশ পুলিশ লৌহজং থানার সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মুহাম্মদ রাসেদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আটককৃত ১১৭ জন জেলেদের মধ্যে ৯৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৬ জন জেলের প্রত্যেককে ৫০০০ টাকা, ২ জন জেলের প্রত্যেককে ৩০০০ করে এবং ১ জন কে ৪০০০ টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল বাস্তবায়নের নিমিত্তে পদ্মা নদী (লৌহজং অংশ) এবং সংশ্লিষ্ট শাখা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ পুলিশ, লৌহজং থানা এর সহায়তায় অনুষ্ঠিত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন মুঃ রাসেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), মো. ইলিয়াস শিকদার, এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট এবং বিকাশ চন্দ্র বর্মন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ। মোবাইল কোর্ট সার্বিক আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করেন, মো.আসাদুজ্জামান আসাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনাব মো. ইদ্রিস তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা।
অভিযান সমাপ্তির পর ধন্যবাদ জ্ঞাপন করেন মৎস্য অধিদপ্তর, লৌহজং, মুন্সীগঞ্জ এর সকলকে এবং লৌহজং থানা পুলিশ এর সদস্যবৃন্দকে যারা রাতভর অক্লান্ত পরিশ্রম করেছেন।