পদ্মায় অল্পের জন্য বাঁচলেন ১৭০ লঞ্চযাত্রী

মুন্সীগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে ডুবচরে আটকে ডুবতে বসা একটি লঞ্চে থাকা ১৭০জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে কোষ্টগার্ড। শুক্রবার সকালে ১০টার দিকে শিমুলিয়াঘাট থেকে এম ভি মালেক দরবেশ-১ নামের লঞ্চটি মাঝিরকান্দি যাওয়ার পথে নদীর জাজির পয়েন্ট ডুবচরে আটকে দূর্ঘটনার কবলে পরে লঞ্চটি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করত সক্ষম হয় কোষ্টগার্ডের সদস্যরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে কোষ্টগার্ডের পদ্মা সেতু কম্পজিট স্টেশান(মাওয়া) ও বিআইডাব্লিউটিএ শিমুলিয়া ঘাট সূত্রে জানাযায়, জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবচরে আটকে দূর্ঘটনা কবলিত লঞ্চটির একপাশ হেলে পরে ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে সেখানে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। লঞ্চে থাকা প্রায় ৩০০ যাত্রীকেই এসময় লঞ্চ থেকে নিরাপদে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছানোর কারণেই বড় দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উদ্ধারকৃতদের পরবর্তীতে আরেকটি লঞ্চ ফারজানা-১০ ও অন্যান্য নৌযানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় ।