পদ্মার চরে নতুন চার আইনজীবীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০২ PM, ০১ অক্টোবর ২০২১

শ্রীনগরে বার কাউন্সিল আইনজীবীভূক্তির চূড়ান্ত পরিক্ষায় উত্তীর্ণ হওয়ায় নতুন চার আইনজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার ভাগ্যকুলের পদ্মার চরে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।সম্মাননা প্রদান উপলক্ষে দিনভর পদ্মানদীতে নৌভ্রমণ, পদ্মার চরে প্রীতি ফুটবল ম্যাচ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়৷

ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র এসবের আয়োজন করে।

সম্মাননা প্রদান করা নতুন চার আইনজীবী হলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য শহীদ ই হাসান তুহিন, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলিম, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য মোহাম্মদ পলাশ।

ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমানের সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ.ম. কামাল হোসেন, ড. সাইদুল ইসলাম খান অপু, সাইফুল ইসলাম টিপু, এড. মেহেদি হাসান শাহবাৎ, মশিউর রহমান, সান্দ্র মোহন্ত, নাসির খান, ইকবাল হুসেন বাবুল, তাইজুল ইসলাম উজ্জ্বল, সুদীপ্ত সাহা বাঁধন, জহিরুল ইসলাম মিশু, অনির্বান আচার্য্য, মিঠুন দাস, আবুল কাশেম, রুবেল হুসেন, শাওন খান,আসাদ জামান, মোঃ হাসান, বিকাশ দাস প্রমুখ৷

আপনার মতামত লিখুন :