পঞ্চগ্রাম হেরার আলো মাদরাসার নতুন ভবনের উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পঞ্চগ্রাম হেরার আলো মাদরাসার নিজস্ব জমিতে নতুন ভবনের শুভ উদ্বোধন ও বই উৎসব পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জসিম উদ্দিন শেখের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. আব্দুল আজিজ শেখ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ ক্বারী মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ, দোলন আক্তার, মারিয়া আক্তার, সোনিয়া আক্তার, ষষ্ঠগ্রাম ইসলামিয়া মাদরাসার হযরত মাওলানা মুফতি মো. ফয়জুল্লাহ, তন্তর পুরাতন জামে মসজিদে ইমাম হাফেজ মাওলানা মো. ইসহাক, বাগবাড়ী ঢালী বাড়ি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. আব্দুল মমিন, বাগবাড়ী বাইতুল আমান জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. শরিফ উদ্দিন, কাননীসার পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মো. মোতাহার, উপজেলা বিকল্প ধারার যুগ্ম-আহবায়ক মো. নুরুজ্জামান বেপারী, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, বাগবাড়ী পুরাতন জামে মসজিদের সভাপতি সোহেল রানা দেওয়ান প্রমুখ।