নিজ দলের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মশিউর রহমান চপল

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সদ্য ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত স্বচ্ছ রাজনীতিবিদ মশিউর রহমান চপল নিজ দলের নেতাকর্মীদের অকুন্ঠ সমর্থন ও ভালবাসায় সিক্ত হয়েছেন।বঙ্গবন্ধুর অাদর্শে উজ্জীবিত হয়ে সততা, অভিজ্ঞতা, বিচক্ষনতা,সেবার মানদন্ডে বরাবরই উত্তীর্ন হয়েছেন তিনি।ইতিপূর্বে ছাত্রলীগের ভাবমূর্তি বৃদ্ধিতেও গুরুত্বপুর্ন ভূমিকা রেখেছেন মশিউর রহমান চপল।
গতকাল শুক্রবার সকালে বিশাল মোটর শোভা যাত্রা নিয়ে তার নিজ বাসা শ্রীনগর উপজেলার কবুতর খোলায় আগমন উপলক্ষে উপজেলার ছনবাড়ী এলাকায় তাকে বরণ করতে শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা ছাড়াও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামিলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রানবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সেখানে নেতাকর্মীরা তাকে ফুলদিয়ে বরণ করে নেয়।স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে বরণ করতে দেখা গেছে থানা ও ইউনিয়ন যুবলীগের শীর্ষস্থানীয় নেতাদের।
প্রসঙ্গত, মশিউর রহমান চপল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বানিজ্য অনুষদ বিভাগের আহ্বায়ক,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।যুবলীগের সাথে দীর্ঘদিন দলীয় আদর্শকে সমুন্নত রেখে ত্যাগী- মেধাবী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন চপল।যুবলীগের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হয়ে তিনি নিজ জন্মভূমিতে আগমনকালে বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছাপ্রাপ্ত হন।
কবুতরখোলা নিজ বাসায় পৌছানোর পর সেখানেও গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।পরে বিকালে কবুতরখোলা সম্মিলিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান।এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিপুসংখ্যক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি আবেগআপ্লুত হয়ে দেশ ও জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।