নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৬ PM, ৩০ অগাস্ট ২০২০

ব্যাটারী চালিক অটো রিক্সা চালাতে গিয়ে নিখোঁজের দুইদিন পর আঃ রশিদ হালদার নামে এক চালকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সুত্রে জানা যায়, অটো নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং নিজ বাড়ি হতে বের হয়ে নিখেঁাজ হয় আ: রশিদ হাওলাদার। নিখোঁজের ২ দিন পর রশিদের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের খালে অটো চালক আঃ রশিদ হাওলাদার (২৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশী জুয়েল জানান, গত বৃহস্পতিবার বিকালে অটো নিয়ে বাড়ি হতে বের হন রশিদ। তারপর থেকে অটোসহ নিখোঁজ। তার ব্যাবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে শনিবার সন্ধায় খালের পানিতে একটি লাশ ভেসে উঠার খবর পেয়ে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। নিহত রশিদ পশ্চিম সোনারং গ্রামের মৃত আঃ হান্নান হালদারের ছেলে।

এ ব্যাপারে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

টঙ্গিবাড়ী থানা ওসি হারুন-অর-রশিদ জানান, মৃতদেহ পাওয়া গেছে খবর শুনে, টঙ্গীবাড়ী থানা হতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা জানতে চাইলে সে জানায় এখনো লাশ সুরতহাল করা হয়নি। সুরতহাল করার সময় অঘাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন :