দুর্ভোগের আরেক নাম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৭ PM, ২৮ সেপ্টেম্বর ২০২০

নাব্য সংকটের কারণে রাতে ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্ত নাব্যতা সংকটে আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রোববার দুপুরে নৌরুটের লৌহজং টানিং চ্যানেলে নাব্য সংকট দেখা দিলে বেলা ২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কতর্ৃপক্ষ। এদিকে ফেরি বন্ধ হওয়ায় নদী পাড়ের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে ছোটবড় মিলিয়ে আটকা পড়েছে প্রায় ৩শতাধিক গাড়ি।

দুর্ভোগের আরেক নাম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ। এমনটি দাবী করে খুলনাগামী যাত্রী আবদুল মালেক শেখ জানান, আমরা সব সময় এ পথ দিয়ে গ্রামের বাড়ি ও ঢাকার কর্মস্থলে যাতায়াত করি। ১ মাস ভালোভাবে যেতে পারলে ২ মাস ভোগান্তিতে পারতে হয়। আমরা যাত্রীরা খুব অসহায়হয়ে পড়েছি। গত শনিবার রাত ৯টার সময় ঘাটে আসছি। সারা রাত ফেরি বন্ধ থাকার পর দুপুরে আমার গাড়িটি ফেরিতে উঠার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। এখন আমি আমার পরিবারকে নিয়ে কি করবো। এতো দুভোর্গ এ ঘাটে কল্পনার বাহিরে। বরিশালগামী পণ্যবাহী ট্রাক ড্রাইভার মোতালেব আলী জানান, ড্রাইভারের জীবন একটি অভিশপ্ত জীবনে পরিনত হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাতে এখানে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। প্রধান মন্ত্রী এ কোন সঠিক পদক্ষেপ নেয় না।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, নাব্যতা সংকটের কারণে রাতে প্রায় ১২ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সকালে ছোট ৫টি ফেরি নৌরুটের লৌহজং টানিং চ্যানেল হয়ে যানবাহন পারাপার করছিলো। তবে চ্যানেলে পানি উচ্চতা কম হওয়ায় সকাল থেকেই বিঘ্নতা পরিস্থিতি তৈরি হয়। দুপুরে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা ছোট ফেরি কুমিল্লা নাব্য সংকটে চ্যানেলের মাঝে আটকে যায়। এমন পরিস্থিতিতে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা আরো ২টি ফেরি কাকলী ও ক্যামেলিয়া আবারো কাঁঠালবাড়ি ঘাটে ফিরে গিয়েছে। বর্তমানে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ায় বেলা ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নাব্য সংকট কেটে গেলো আবারো ফেরি চালু হবে বলে জানান এ কর্মকতার্।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হিলাল উদ্দিন জানান, দুপুরে নাব্যতা সংকটের কারণে ফেলি বন্ধ হবার কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছোট গাড়ির থেকে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।
উল্লেখ্য, বিগত কয়েকমাস যাবত চ্যানেলে নাব্য সংকেটে দেশের দক্ষিণ বঙ্গের ২১জেলার অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরির অচলাবস্থা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন :