তারেক রহমানের জন্মদিন পালন করল ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫২ PM, ২০ নভেম্বর ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভাগ্যকুল ইউনিয়ন শাখা।

শুক্রবার বিকাল ৪টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামাড়গাও হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন অভি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার ইমদাদুল হক মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউসুফ রানা।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজ হাওলাদার,ভাগ্যকুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হোসেন আলমগীর, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিজভী,ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জমির শিকদার, সাবেক সভাপতি শেখ মোঃ জুয়েল।

আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতাদের মধ্যে মোঃ সজিব, সুমিত,পলাশ,হাসান,শাওন,কাওছার,শাহাবুদ্দিন,নিশি মোড়ল প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :