তন্তর ইউনিয়ন বিকল্প যুবধারার আহবায়ক কমিটি গঠন

শ্রীনগরে বিকল্প যুবধারা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় উপজেলার তন্তর ইউনিয়নে পাড়াগাও স্কুল মাঠে বিকল্প যুবধারা বাংলাদেশ তন্তর ইউনিয়নের আয়োজনে মোঃ রাজনকে আহবায়ক ও মোঃ খোরশেদকে ১ নং সদস্য সচিব নির্বাচন করে ইউনিয়ন আহ্বায়ক করে কমিটি করা হয়েছে।
বিকল্প যুবধারা শ্রীনগর শাখার প্রধান উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিকল্প যুবধারা শ্রীনগর শাখার আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মোঃ নুর হোসেন সুমন, বিকল্প ধারার যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান বেপারী, বিকল্প ধারা ও যুবধারার নেতৃবৃন্দ।