ঢাকা-মাওয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৪

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৮ PM, ১৩ অক্টোবর ২০২০

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেনা বেগম (৬০) নামে একজন নারী ও বসুমতি বাসের ড্রাইভার বাদশা (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে চন্দ্রেরবাড়ি বাজার এলাকায় ঢাকাগামী বসুমতি পরিবহন ও মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত বাস যাত্রী হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা। অন্যজন ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়ার বাসিন্দা বাদশা বসুমতির পরিবহনের চালক।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আহম্মেদ কবির জানান, দ্রুতগতির দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান হেনা বেগম নামে এক বাস যাত্রী এবং ষোলঘর হাসপাতালে চিৎসাধীন অবস্থায় বসুমতি পরিবহনের ড্রাইভার বাদশা মারা যান। এছাড়া আহত চারজনকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ সময় যাবত যানজট ছিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। গাড়ি দুইটি উদ্ধার চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :