ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার খাদে পরে নিহত-৩

মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাশে খাদে পরে দূর্ঘটনায় একটি ঢাকাগামী প্রাইভেটকারে ৩যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২জন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের পরিচয় ও দূর্ঘটনার সঠিক সময় তাৎক্ষণিক জানা যায়নি। তবে বুধবার দিবাগত রাত অথবা আজ বৃহস্পতিবার ভোরের কোন একসময় দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসটি খাদে পরে যায়। তবে ঘটনাটি রাতের কোন এসময় ঘটছে। ঘটনার সঠিক সময় জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে আমরা সকাল ৮টার দিকে খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। ৩টি মৃতদেহের বিষয়টি তারা নিশ্চিত করেছে। মৃতদেহ তিনজনের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে গাড়ির ড্রাইভার নয়ন এবং আরেকজনের নারীর পরিচয় তিনি লিজা এবং আরেক জনকে শনাক্ত করা যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক জানান আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সকাল নয়টার দিকে আমরা তিনটি মৃতদেহ উদ্ধার করে হাই ওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।