ঢাকাতে সন্তানের আঘাতে মায়ের মৃত্যু, ময়নাতদন্ত শেষে লাশ গজারিয়ায় দাফন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ AM, ০২ মে ২০২১

ঢাকায় সন্তানের আঘাতে মায়েত মৃত্যু হয়েছে,ময়নাতদন্ত শেষে মরহুমের গ্রামের বাড়ী গজারিয়ায় দাফন করা হয়েছে।

আত্নীয় স্বজন ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,গতকাল রাত ৮ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ীতে নিহতের ভাড়া বাসায় টিভিতে কার্টুন দেখছিল সাড়ে তিন বছরের ছোট ছেলে আব্দুল্লাহ।এ সময় বড় ছেলে সজিব(২৬)বিরক্ত হয়ে রিমোট কেড়ে নেয় এতে ছোট ছেলের কান্নাকাটিতে মা হস্তক্ষেপ করলে, বড় ছেলের সাথে কথাকাটি হয়।এতে বড় ছেলে কাঠের ডাসা দিয়ে মাকে আঘাত করে।এতে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের নাম জাহানারা পারভীন,পিতা মৃত্যু হযরত আলী,গ্রাম-আড়ালিয়া, উপজেলা-গজারিয়া,জেলা-মুন্সীগঞ্জ।স্বামী-মোঃলিটন মিয়া,যাত্রাবাড়ী, ঢাকা।মৃত্যুর সময় ঘাতক ছেলে সহ তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তাঁরা হলো সজিব(২৬),শাওন (১৯),স্বর্ণা(১৭),আব্দুল্লাহ (সাড়ে তিন বছর)।

আজ শনিবার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে বাদ আছর জানাজা শেষে গ্রামের কবর স্থানে লাশ দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :