ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২

গত ২ই সেপ্টেবর থেকে রাত থেকে ৩ই সেপ্টেবর সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজানুর রহমান শুভ ওরফে জামাই শুভ (২৬) ও মোহাম্মদ মিঠু বেপারী (৪৫)। জামাই শুভ মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার গণকপাড়া রাঢ়ী বাড়ির নুরুল ইসলাম খানের ছেলে। মোহাম্মদ মিঠু বেপারী মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের ছালাম বেপারীর ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান শুভ ওরফে জামাই শুভ (২৬) কে প্রথমে গনকপাড়া থেকে গভীর রাতে ১৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সহযোগী মোহাম্মদ মিঠু বেপারীকে আটক করে। মিঠু বেপারীকে জিজ্ঞাসাবাদ করলে তার মালামাল কাজী কসবায় রয়েছে বলে জানায়। মুন্সিগঞ্জ ডিবি পুলিশ তাদেরকে সহ অভিযান পরিচালনা করে মিঠু বেপারির অন্যতম সহযোগী রিফাত হোসেন এর পশ্চিম পোতার ঘরের মেঝের মাটির নিচ থেকে ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাদের কাছ থেকে মোট একশত তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আসামি মিঠু বেপারী ইতিপূর্বে দুইবার দেড় কেজি গাঁজাসহ এবং একবার ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মুন্সীগঞ্জ সদর থানার কাজি কসবা এলাকার একজন নামকরা মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করছে। যার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপর আসামি মিজানুর রহমান শুভ ইতিপূর্বে একের অধিক মাদক মামলার আসামি। সে গণকপাড়া এলাকায় অপর একজন মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করে বলে জিজ্ঞাসাবাদে জানায়।
স্থানীয়দের তথ্যে জানা গেছে, এই দুইজন মাদক বিক্রেতা মুন্সীগঞ্জ সদরের ফেনসিডিল সরবরাহকারী অন্যতম হোতা। আসামীদেরকে বিধি মোতাবেক মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর পূর্বক আলাদা আলাদা মাদক মামলা রুজু করা হয়েছে ।