টঙ্গীবাড়িতে নব-নির্বাচিত ইউপি চেয়াম্যান ও সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৬ PM, ১৫ ফেব্রুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার সোনারং সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি।

অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি বলেন- উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে যে সকল ইউনিয়নে মাদক-ইভটিজিং-জমিদলদার মুক্ত থাকবে, সেই সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদেরকে নিজ অর্থায়নে স্বর্ণ পদকে ভুষিত করা হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, উপজেলা আ’লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক কবির হালদার, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা আ’লীগ সদস্য ও সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, এমিলি পারভীন, সাবেক প্রচার-প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, দিঘিরপাড় ইউপি চেয়রম্যান আরিফ হালদার, ধীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আক্তার হোসেন মোল্লা, কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ।

আরও উপস্থিত ছিলেন- যশলং ইউপি চেয়ারম্যান ইসমাইল খান বাবু, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর হালদার খুকু, বেতকা ইউপি চেয়ারম্যান রিগান শিকদার, আব্দুলাপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া, আউটশাহী ইউপি চেয়ারম্যান আলহাজ সেকান্দর বেপারী, বালিগাও ইউপি চেয়ারম্যান হাজী মো: দুলাল, আড়িয়ল ইউপি চেয়ারম্যান কাদির হাওলাদার, হাসাইল ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান, পাঁচগাও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন নুর হোসেন বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পি, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু সাঈদ বেপারী বাচ্চু, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন যুবলীগ সবাপতি দর্পন মাঝি, সাধারণ সম্পাদক আমিন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক দিপু মাঝি প্রমুখ।

সভাশেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবে হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি।

 

আপনার মতামত লিখুন :