টঙ্গীবাড়িতে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক সভা ও দোয়া

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম শাহ আলম মাদবরের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাঠাদিয়া-শিমুলিয়া গ্রামে মরহুম শাহ আলম মাদবরের বাড়িতে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানান মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মেম্বার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান চেয়ারম্যান। সাবেক ইউপি চেয়ারম্যান মো. মফিজ মিয়া ও নূর হোসেন বেপারি। মরহুমের বড় ভাই ফজল মাদবর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অপু মাদবর মাস্টার ও ছাত্রলীগের সভাপতি আলম হোসেন প্রমুখ।