টঙ্গীবাড়িতে আওয়ামীলীগ নেতাকর্মিদের সাথে এমিলির মতবিনিময়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আওয়ামীলীগ নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক কবির হালদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগ সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জগলুল হালদার ভুতু, ভাইস চেয়ারম্যান ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী মো: নাহিদ খান, মহিরা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাবেক সদস্য নাছিমা আক্তার, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, সাবেকস সদস্য আবু হাসনাত সেন্টু, উপজেলা আ’লীগ উপজেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পি, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু সাঈদ বেপারী বাচ্চু, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন যুবলীগ সবাপতি দর্পন মাঝি, সাধারণ সম্পাদক আমিন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক দিপু মাঝি প্রমুখ।
সভায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি বলেন- এই সরকার জনগনের সরকার, সরকারের সেবা সমূহ জনগনের দৌড়গড়ায় পৌচ্ছে নিতে হবে। তবে আমাদের রাজনীতি সার্থকতা হবে।