ঝড়ে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌরুটে আধা ঘণ্টা ফেরি বন্ধ

লৌহজংপ্রতিনিধি-
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৩ AM, ৩০ এপ্রিল ২০২২

 

 
দিনব্যাপী আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার রাত সোয়া ৯টা থেকে প্রচণ্ড বাতাসের সাথে ধুলিঝড় শুরু হলে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌরুটে আধা ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে ঝড় বন্ধ হয়ে গেলে পৌনে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে ঝড়ের কারণে রাত ১০টার ঘটিকার পরিবর্তে এক ঘণ্টা আগেই ৯টায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া বন্দরের সহকারী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, ফেরি টার্মিনাল পার্কিং ইয়ার্ডে পারাপারের জন্য কোনো ছোট গাড়ি নেই তবে দেড় শতাধিক পিকআপ পারাপারের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, শিমুলিয়া নদী বন্দর লঞ্চঘাট থেকে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত লঞ্চে সর্বমোট ৩৫৮টি ট্রিপ বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে ছেড়ে গেছে।লঞ্চ ও স্পিডবোটে এক লাখ ১০ হাজার যাত্রী অত্র বন্দর দিয়ে পারাপার হয়ে গেছে। তবে বিআইডব্লিউটিসির ভাষ্যমতে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ফেরিতে ১৫ হাজার যাত্রী পারাপার হয়েছেন।
এদিকে, ডিবি পুলিশ কর্তৃক শিমুলিয়া লঞ্চঘাট থেকে সাতজন পকেটমারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শিমুলিয়া থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কাঠালবাড়ি ঘাটে দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#

আপনার মতামত লিখুন :