জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ,ভূমি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরির্দশন

গতকাল সোমবার বিকেল ৩টায় লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও আশ্রায়ন প্রকল্প পরির্দশন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার ।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার, সহকারি কমিশনার ( ভূমি) মু. রাশেদুজ্জামান , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন বেপারী । এসময় খিদিরপাড়া ইউনিয়নের পক্ষ হতে চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন বেপারী জেলা প্রশাসক কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ইউনিয়ন পরিষদ ,ভূমি অফিস ও আশ্রায়ন প্রকল্প ঘুরে দেখান।