জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া প্রথম

মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন শ্রীনগর উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সামিয়া ইসলাম। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে “ধ” গ্রুপে অংশগ্রহন করেন সামিয়া ইসলাম।
সামিয়া ইসলাম শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের সিহাবুল ইসলাম খাঁন (সবুজ) ও কামারগাঁও চৌধুরী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা ইসলামের কন্যা।
সামিয়া ইসলাম জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় গত ৩ অক্টোবর সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ তাকে পুরস্কৃত করে সম্মাননা স্মারক তুলে দেন।এসময় তিনি সামিয়া ইসলামের সার্বিক মঙ্গল কামনা করেন।
এছাড়াও সামিয়া ইসলামের এই কৃতিত্বে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তার সহপাঠী ,ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল রাইসা গ্রন্থাগার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সামিয়া ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেন।