জেলার শ্রেষ্ঠ ওসি: সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ PM, ২৬ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক। আজ (২৬ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল সেটে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

জানা গেছে, মাদক বিরোধী অভিযান, চুরি ডাকাতি রোধকল্পে অভিযান, বিট পুলিশিংয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানসহ আইন শৃংখলা রক্ষায় অনন্য ভূমিকা রাখার জন্য তিনি এ পুরষ্কারে ভূষিত হন।

মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম, ডিবি ওসি আবুল কালাম আজাদ, ডিআইও(১) এ কে এম মিজানুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অন্যান্য পুলিশ সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন :