জাতীয় শোক দিবস উপলক্ষে গজারিয়ায় আলোচনা সভা

মোঃ সাইদুর রহমান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ PM, ২৮ অগাস্ট ২০২০

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৮ আগষ্ট শুক্রবার আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়।

ইসমানিরচর উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্র‍্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মহিলা সাংসদ আলহাজ্ব মমতাজ বেগম।অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবি সাবেক পরিচালক, মোঃ হাফিজ আহম্মেদ, গজারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোআহাম্মদ আরফিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবুতালেব ভুইয়া, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু প্রমুখ।

আলোচনা শেষে ১৫ইং আগষ্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :